সত্তম ক্লাসে পড়ে খোকা ,
সেও অন্যের মত ক্রিকেটের পোকা ৷
ক্রিকেট ছাড়া ভাবনা শূন্য-
ঘুমিয়ে দেখে ক্রিকেট স্বপ্ন !
খেলায় মাতিলে পড়া ফেলে-
কেবলি মাঠে সে ক্রিকেট খেলে ৷
পরীক্ষা যে তার অতি সামনে
সে, সে সবে রাখে না ধ্যানে ,
গুরুজী যা- যা- ক্লাসে করায়-
ঠিক বেঠিক সে ধরে নেয় মাথায়-
টুকে নেয় সে দিন তারিখ খাতায় ,
তাই লেখে সে প্রতিটি পরীক্ষায় ৷
এবার অঙ্কে মেলে ফল, শূন্য ,
খোকা হয় ফেল তাহার জন্য !
খোকা বলে, কেন স্যার ,
কেন পাব না ,অঙ্কে নাম্বার ?
ঐ দিন ভারত আর পাকিস্তান-
ক্রিকেট নিয়ে মাতে ঘমাসান -
দু’দলের খেলায় এক করে আশমান !
আপনার ও ছিল ঐদিন, খেলায় কান ?
সে দিন, বুঝান অঙ্কের ভগ্নাংশমান-
উপর নীচ কাটিলে, সমান আর সমান ,
হাতে থাকে না কোন নাম্বার -
আমি করে এসেছি, ঠিক-ঠিক বরাবর ৷
উপরে বসা খেলোয়াড় এক এক করে
নীচে মাঠে নেমে তারা ব্যাট ধরে ,
যেমন,দশটা উইকেট পড়ে গেল-
খেলার শেষ মান তো শূন্য দাঁডাল ?
এভাবে উত্তর তো শূন্য হয় ,
তবু নাম্বার কেন নাই, আমার পাতায় ?
গুরুজী হাসিয়া মজাকে বলে-
ভুল নেই খোকা তোমার চালে ,
যদিও, ঐদিন ক্রিকেট ছিল তাই-
আমিও সঠিক বলিতে ভুলে যাই ,
উপর নীচে কাটিলে কক্ষনো শূন্য নয় ,
ভগ্নাংশের বেলায় ,এক অন্তত বেঁচে রয় ৷
বোঝ ? দলের দশটা আউট্ হল ,
এগারোর, একটা তো বেঁচে ছিল ?
(ইং-০৮-১১-২০১৫-রবিবার)