স্বর্গ তার অর্থ-মানে, কে না জানে ,
সেথা মলয় প্রবাহিত নন্দন কাননে !
মাতানো, আনন্দ-উচ্ছ্বাস অবিরত -
বৈভব, প্রাচুর্যে, সুখে উদবেলিত ।


কৈ ? দেখি, এ যেন সে, ভিন্ন স্বর্গ !
বসবাসকারীরা অপসংস্কৃতির বর্গ ।
এমন অধঃপতন আসিবে সেথায় ,
কেহ কি ভেবেছিল, আমেরিকায় !
সুরক্ষিত স্থান থাকিয়াও তথায় ,
ঘটিবে মর্মান্তিক কৃত্য- ঘটনায় ?


আগুনের সতর্ক ঘন্টিটা নেড়ে -
স্কুল দ্বারে ছাত্রদের একত্র করে ,
সে চালায়, নির্দয়ে অজস্র গুলি !
কুড়ির মত কাল কবলিত- সকলি ।


হত্যাকারী, কৈশর পেরিয়ে যুবক ,
কেন হয় অসময়, এত ক্রূর বুর্বক ?
এ হ’ল, অপসংস্কৃতির রাজত্ব !
তাই, স্বর্গের নাই সেথা মাহাত্ম্য ।


(ইং-১৬-০২-২০১৮)
হিন্দী শব্দ বুর্বক > বুদ্ধু, মূর্খ ।
ইং-১৪-০২-২০১৮-তে ১৯ বছরের এক ছেলে আর্কল্যান্ড, (আমেরিকা) এক স্কুল গেটে একত্র ছাত্রদের উপর গুলি চালায়- ১৭ মৃত, ১৪ ঘায়ল ।
আমেরিকার সংসদের অনুসার প্রতিদিন ৭ বাচ্চা গুলি বিদ্ধ হচ্ছে , ৩০ কোটির উপর লোকের নিজস্ব অস্ত্র আছে, ৬৬ প্রতিশতের কাছে একের অধিক ।
স্রোত-হিন্দী পেপার > “পত্রিকা” ভোপাল,-(ইং-১৬-০২-২০১৮)।