কত না আজবে, রচনা এ বিশ্ব -
সবকিছু জানা, অসম্ভব প্রকাশ্য !
ঘনালে অঘটন, সময়- কালে -
সম্যক জ্ঞানে, অজ্ঞাত হালে ।


সে দয়ার হাত , প্রতি দুয়ার  ,
খিলআঁটা বদ্ধ, কপাট তার !
পানেতে বারি , আকন্ঠ তৃষ্ণায় ,
ফিরে আসা লাগে- ভগ্নাশয় ।
অভাগা ভরে , অশেষ যাতনা ,
পদে পদে মেলে ধিক্কার নানা !


সুহৃদ জনে ভাবে, এ ঝামেলা -
দূরে থাকে , তারা সেথা মেলা ।
স্রোতে নদীতে ,আগাছা ভাসে  -
কত মরে ঝড়ে, প্রতি মাসে ।


অসহায়ের তালে, সাথে ঝোলা -
বহন শুধু জ্বালা, দুঃখ মেলা ,
উপায় ? পারের দায় আস্থার -
উদ্ধারে কাতরাক দ্বারে তার !


সবই মেলে দয়ালুর দয়ায় -
উপশম, মুক্তি আর উপায় ।
আগের তরে লভিতে সুদিন
কার্যে জানিও, ফলনে কঠিন !


(ইং-০৪-০৬-২০১৮)