রাজধানীতে থাকা, মানটা বেশ জাঁকা
মধ্যবিত্তের পকেট সবাই করে ফাঁকা ,
গচ্ছিত জমাপুঁজিতে ক্যাঁচি চালায়
ব্যাঙ্ক সেও সুদের হার কমায় ,
চতুর শাসক, কম করে না তার খরচায়
ওদিকে সময়ে বেশ খাজনা বাড়ায় ।

গাড়ী, বাইক তার বিমা বাড়ে ,
বিনা কাগজে, পুলিশ ধরলে- দণ্ড কাড়ে ।
এদিকে সব ট্যাক্স ঠিক সময় চাই -
না দিলে শাস্তি ,বাঁচার উপায় নাই !
কুর্কী রোলার চালাবে বলে, সমন পাঠায়
এতটা নির্দয় সরকার করোনা সময় ।

কোন দিক দিয়ে না কোন আয়
কোন আর্থিক সাহায্য পাওয়ার না উপায় ,
মর-বাঁচো, সরকারের দেখার নেই সময় ।
চিকিৎসার দুরবস্থা ভয়ানক---বিশেষ -
অর্থ শূন্য , অসুখ হলেই আয়ু শেষ !
সরকারের গালভরা গল্প কথায়
চলছি- ভাগ্য ভরসায় ।

(১৪-০৫-২০২১)