শুষ্ক তপ্ত ঊষর, বিস্তীর্ণ মরুভূমি ,
অভাব জল, তাই কঠোর ভূমি !
ছিল একদা সুফলা সবুজ বনানী ,
আজ বাতাসে কাঁদে মর্ম বাণী !
একেএকে খর্বিত কিশলয় ,বৃক্ষ !
আমরাই ধরণীতে মূঢ় সাক্ষ্য ৷


আসে না কালে বর্ষা, বান-প্লাবন ,
জন্মানো গাছপালা , সেথা বারণ ৷
খা-খা করা উষ্ণ ঝড় ,সে বন্ধ্যা !
বালু-ধূলি ওড়ে , সকাল সন্ধ্যা ৷


চাতক নিঃশেষ, যাচিয়া জল-
সেথার জলবায়ু ভযংকর-ভয়াল !
কখনো পথিক যদি পথ ভোলে -
ফেরে না সে প্রাণে কোন কালে !


তিল- তিল করে আগেও গ্রাস
মরু সততঃ বিস্তার, তার প্রয়াস  ,
ধরণীতে নয় সেদিন, বেশী দূরে !
অভাবে ভরিবে, বৃক্ষ উজাড়ে !!


(ইং-১৬-০৬-২০১৭)