প্রভাতে পাখিরা গাহে প্রভাতী
কাননে কাননে উঠিছে মাতি ,
তারা লতাকুঞ্জে, দোদুল নৃত্যে-
স্বর্গ গড়িছে এহেন মর্তে ৷
কৌতুহল ওঠে হৃদয় তরঙ্গে
অভিলাষা জাগে মিলিতে সঙ্গে ৷
চপল-চলন-চকিত অঙ্গ-
কৈশর মনে যৌবন তরঙ্গ !
ধৌত শীতল বহিছে সমীর
প্রাণবায়ুতে ধরণী আমীর ৷
সতেজ বনানীর পত্র মরমর
চৌদিকে ধ্বনিছে জয়-জয়কার ৷
রবির উদয় সদ্য আঙনে-
ঊষার আলো দুয়ারে হানে ,
বিশ্বজগৎ যে উল্লাসে ভাসে
প্রাণে নব জোয়ার আসে ৷
এ জীবন বহে, অভিলাষে-
সব যেন চায় সবার পাশে ৷
(ইং-১৪-০২-২০১৬-রবিবার)