মাটির বুকে ফলে ফসল
বিচিত্র রূপের সৃষ্টি সকল ,
কোনটা নিম, নিসিন্দা, বাবলা-
কেউ স্বমূলে বিষাক্ত মেলা !


কাঁটা, ঝোপ-ঝাড়, জ্বলবিছুটি ,
ঝুলন্ত সুবর্ণলতা, চায় না মাটি ৷
আবার কোন গুল্ম, ভরা দুর্গন্ধ !
সে সব লোকের ভীষণ অপছন্দ ৷


ফুল শেফালী গোলাপ বকুল ,
ঘ্রাণে ময়-ময়, রূপে আকুল !
কারও বা অদেখা শূন্য ফুল -
ডুমুরের বেলায় নয় যে ভুল ৷


ইক্ষু,খেজুর, তাল রসে -
রসনা শীতল পৌষমাসে ৷
জ্যৈষ্ঠে , আম জাম লিচু কাঁঠাল ,  
স্বাদের রাজা ভাদুরে তাল ৷


এই বৈচিত্র মাঝে, কাজের সবাই-
এসব ভিন্নতায়, দোষ যে নাই ,
মানব বিভেদে, কূল না পাই -
বুকেতে ব্যথা, বাড়ে যে তাই !


(ইং-২১-০৭-১০১৭)