যে পড়ে আছে সমাজের নীচে ,
পায়না ত্রাণ ! আরো ক্ষমা যাচে !
প্রশ্ন ? তার ওঠার, উপায় -
পাবে কী পার ? সহস্র প্রচেষ্টায় !


ব্যবস্থা আছে, আস্থা- ধর্ম-কর্মে ,
করে, তা-ও দেখেছে, এ জনমে !
এখন সময় অতি কঠিন !
শোষণযন্ত্র কঠোর নবীন ৷


একদা হয়তো উঠিতে পারিত ,
এখন নয় !ওঠাটা,-অবধারিত !
তর্ক আসে, সমাজ মাথায় -
দুঃখীর বাঁচার, উপায় কোথায় ?
কেন এতো, মিথ্যা প্রবঞ্চন !
কেন করা দূষিত, বিচার-মন ?


নিদানের কারণ, খোঁজ গোড়ায় ,
এ-ব্যবস্থায় কারা ? কলকাঠি নাড়ায় !
হয়নি মগজ এখনো ? নষ্ট-অসাড় !
এখনো ভালরা, হইনি সাবাড় ৷
কেন, না-বোঝা একমাত্র কথা ?
সংসার ভরা ,ব্যথা আর ব্যথা !


সর্বত্র ধারাটির, অদ্ভূত চল -
মাথার উপর গড়ায় যে জল !
বেষ্টিত ভ্রমে সবাই নয় !
দু’চার কু-চক্রীর ,কারণে হয় !
প্রবল ইচ্ছে, অন্তঃকরণে উদিলে ,
মঙ্গলাচরণে উপায়, অবশ্য মেলে ৷


(ইং-২৯-০৭-২০১৭)