এসেছেন গৃহে, প্রিয় পুরোহিত -
তাঁরে বরণে সারো, অধুনা রীত ,
আন, ধূপধূনো পুষ্প, ঘৃত চন্দন -
ধৌত করি চরণ যুগল, কর বন্দন ৷


সাথে ফল-মূল সুস্বাদু ভোজন -
আমিষ-নিরামিষ আনো ব্যাঞ্জন ,
নাড়ো, হাতপাখা তাঁর আশপাশ -
খুব করে দাও তাঁরে ,শুদ্ধবাতাস !


ঘরে নেই ! তাতে কি ? আন উধার ,
ভবনদী উদ্ধারিতে চাই যে তাঁর !
সর্বরোগের উপশোমে বিধি চিকিৎসা ,
তাঁর শ্রীচরণ আস্থায়, পাবে ভরসা !


মুক্তিতে সকাল সন্ধ্যা, গুরুনাম জপ ,
সহজে কেটে যাবে সব তব পাপ !
বিদায়ে সোনা-দানায়, নয় যেন কমি ,
শাল, কাপড়, ধুতি, সব দাও দামি ৷
পেতে স্বর্গের দ্বার, বেচ জমাজমি ,
বিধিমত পায় যেন, তাঁর প্রণামী ৷


জেন, উপরের যোগসূত্র, তিনিই স্বামী ,
পবিত্র মনের সেবায়, মুক্তি পাবে তুমি ৷
ভাগ্যগুণে মেলে এ, পরম পুরোহিত ,
জনম-জনম তব, হবে পুরো হিত !


(ইং-৩১-১০-২০১৭)