ভেড়া লড়ে, বিশ্ব করেছে সে জয় -
শ্রেষ্ঠ সে লড়াকু, আজ পৃথিবীময় !
নধর পুষ্ট, তার কায়া-কান্তি -
সব শেষ, তার সঙ্গী প্রতিদ্বন্দ্বী ৷

ভেড়ায়, একগাধা আড়ি জমায় ,
লড়িয়া জানাবে, সেও কম নয় !
একদা দিন তারিখ সব ঠিক-ঠিক ,
মাঠ লোকারণ্য, ভরা অত্যাধিক ৷
রিং-বক্স, তৈরী মাঠ পরিপাটী ,
এখন দরকার শুধু যাচক একটি ৷

হঠাৎ- মেষের গুরু- আসিল তেড়ে ,
জোরছে বাড়ি দু’চার, মেষকে মারে !
বলে, তুই ও কী ! ঐ, মহাগাধা ?
জিতিলে আঙুল উঠিবে সিধা ,
বিশ্ব জেতা ভেড়া ! গাধা হারায়-
আর যদি দৈবাৎ, হয় পরাজয় !
তুই কী বাঁচবি, লাজে সেথায় ?
বিশ্বশ্রেষ্ঠ ! তবু হারে সে গাধায় !
লড়াই হয় সেয়ানে-সেয়ানে ,
জয় পরাজয়, রাখে না মানে !

(ইং-১১-০৬-২০১৭)
ব্যবহারে ,আত্মীয়তায়, যুক্তিতর্কে, এমন কি সম্মুখ দ্বন্দ্বে প্রতি স্থানে সমতার সাথে প্রতিযোগিতায় নামলে উত্তম । ধন্যবাদ।