রেস্টুরেন্টে সাজানো সুখাদ্য খাবার
অনেকে মানে না এ কথা আবার ,
উজ্জ্বল রংচঙে বিজ্ঞাপনে জানায় -
খুশিতে মহানায়ক, তারা ও খায় !


কতো অভুক্ত, দাঁড়িয়ে কাতারে
পায় না টুকরো, খেতে অবসরে ,
বলছ ? এ অশুদ্ধ, মিলাবট বিষে !
আছে রোগকীটাণু , খাদ্যে মিশে ?


খেয়ে যাও, বদ্যি তৈরী উপচারে ,
দূর ভাগাও সব অশুভ চিন্তারে ;
নেই কারো বালাই, খেতে শেখ -
পেয়েছ সুযোগ, তার স্বাদ চাখো !
বিরোধ নীতি এখন ফেল্ , অচল -
বৃথা ভাবনা ! ফেলা আঁখি জল ।


এর মূলে রাষ্ট্রনীতি, তাই আচরণ
খল শোনে না ! শাসনের বারণ ,
আরো উপদেশে স্পষ্ট জানায় -
এ দেশে বহু অক্ষম, পেট ভরায় !
প্রচুর বৃদ্ধিহার, তায় লোক সংখ্যা ,
খাবারে রহিবেই কমির আশঙ্কা ।
এ দুষ্প্রাপ্য মিঠাই, মিষ্টি সন্দেশ !
খাও, নিশ্চিন্তে তৃপ্তি মিটিয়ে, বেশ !!


(ইং- ০৪-০৫-২০১৮)- ব্যাঙ্গালোর