অহরহ উদগ্রীব, চিন্তামগ্ন মন -
কী সে অতি বাঞ্ছিত, লুক্কায়িত ধন !
জীবে- জীবন, ধী, আত্মা, সত্তা,
জগৎ মাঝে ভরা যেন বিমুগ্ধতা !
কী সে বিরল সূক্ষ্ম, দ্রব্যগুণ মান ?
চাক্ষুষ দর্শন নাই, ভবে জ্ঞানাভিধান !
ব্রহ্মাণ্ডে বিরাজে সে অদৃশ্য সমান -
ভাসা-ভাসা যেন তার গতি চলমান ৷


প্রচেষ্টা সর্বদা, ভাবেতে আলোড়ন !
কত মুনি-ঋষি তপে-জপে, সঘনন ৷
চায় সিদ্ধিতে তার প্রকৃত, রূপ গুণ ,
লাগে শূন্যে হাত, পায় না শকুন !


আছে সর্বদা সত্তা, সর্ব জীব মাঝে-
সম্যক চেতনা সদ্য, অজস্র বিরাজে ৷
কর্ম চলে ছন্দে,তবু অধরা সে হাতে -
আভাসে সে আছে বেঁচে, জীবজগতে ।
জীবদেহ ত্যাগে সে, কর্ম শেষ করে ,
রক্ত-মাংস-হাড়, করে সব ঝরঝরে ৷
জীব হয়তো পায়, এ জনমে পরিত্রাণ ,
সঠিক নেই জানা কোথা তার প্রস্থান !


জীবের একমাত্র পরমার্থ, স্বার্থ, ধ্যেয় ,
ভবের মুক্তির চিন্তাটা, তার পরম প্রিয় ৷
ধী-স্মৃতিধর, মানব জীব, বুদ্ধি যে প্রখর-
জ্ঞানে শুধু আত্মারে, পায়না পুরো খবর ;
গিরি-পর্বত মরু, প্রান্তর সাগর অতল ,
পার করে মেরু গ্লাসিয়া, হিম শীতল -
তবু বিজ্ঞ, শক্তিধর নর, হয় যে বিফল ,
জীবন,আত্মা, ধী,এরা-সুগভীর অতল !


(ইং-২০-০৬-২০১৭)
(হিন্দী শব্দ) শকুন > শান্তি ৷