বিশ্বের জাগ্রত সমগ্র মানুষ
জীবিত তারা ভরা পৌরুষ ,
ধাপে-ধাপে বিশ্ব উন্নয়নে
সততা ন্যায় কর্মের দৃঢ় বন্ধনে-
মানব দাঁড়িয়ে উন্নতির শিখর ,
তবু নয়নে, বারি ঝরে অঝোর !
ওরা কারা ? চুচ্ছ অতি নগন্য-
যারা বাঁচে না সবার জন্য ,
সমাজে পরঅন্নে যার জীবন-
সেই কিনা করে বিষ বপন !
পরাভব, স্বার্থে সুকর্ম সব ম্লান-
জল-মাটি-বাতাস আর আসমান !
দূষিত করিয়া সর্ব ভিতে
নির্ভয়ে চায় তারা অগ্রে ধাবিতে ৷
গাহিছে যেন, তৃপ্তির- জয়গান -
ভাবেনা, খর্ব সাধন অমূল্য প্রাণ !
যারা বিবেচক, জ্ঞানে সচেতক
শূন্য মেঘে তাকিয়ে সম চাতক -
নিরুপায়, নিদারুণ ক্রন্দন সারি ,
অবশেষে সৎ,- যায় বুঝি হারি !
এ ধারা বহিছে যুগ-যুগ ধরে
প্রেম ভালবাসা যায় বুঝি মরে !!
(ইং-০২-০৪-২০১৭)