মায়ের ব্যামো বহুদিন ধরে
পায় না পথ্য জল ,
জীবনটা যে অভাবে ভরা
শূন্য ঔষধ, ফল ।
বিক্রি করে ঘটি, বালটি,
কুড়ি টাকা হয় সম্বল ,
বাজার হতে শিশুর বাবা
আনিল কিছু ফল ।


ফলগুলি দেখে শিশু কেবল
ভরিল চোখে জল ,
শুধাল শুধু প্রশ্নটি বাবারে ,
স্বর করে কোমল ।
এখনো কেন হল না জ্বর -
মার মত আমার ?
বাবা কহিল, ওরে হতভাগা !
কি দিস সমাচার ?
শিশুর জবাব, বিনা জ্বরে তার,
নয় যে ফলাহার !


শিশুটি বোঝে জ্বর না হলে ,
ফল আসে না ঘরে ;
মনের মাঝে বায়না ধরছে ,
ভোগে যেন সে জ্বরে !


(ইং-১১-১১-২০১৭)