স্রোতের অনুকূলে ভেসে চলা ,
মেলে না জ্বালা, ঝুটঝামেলা ৷
সেথা, গড্ডালিকা প্রবাহ ধারা-
চলার গতি সহজ, বন্ধন হারা ৷
নিরবিধায় ভাটায় চলা যেন ,
গতির টানে অবস্থান হেন –
ঠেলিতে হয় না কোন উজান ;
ভাগ্যের উপর তার অবস্থান !


মাঝ গাঙেতে লাগেনা পাল -
কাজেতে আসেনা দক্ষ হাল -
শুধু গতিকেই সহায় করে ,
জীবনে অজনা পথ, পাড়ি ধরে -
ঘটে সৌভাগ্যে, পথটি সরল -
ফলাফল লভে সুখদ, গরল ৷


বিরোধ, প্রতিরোধ, দ্বন্দ্ব বিহীন ,
বুদ্ধির বিকাশে -ঘটে দুর্দিন ৷
কতনা অজানা, জীবন্ত তত্ত্ব ,
রয় অপূর্ণ, জীবনের সত্য !
সংঘাত বিনা বাড়ে না বাড়-
অনুকূল পরিবেশে জ্ঞান অসাড় ৷


সময়ের সাথে কর্মযুদ্ধে -
অনড়-অটল, সমাজ মধ্যে ,
জীবন গতি, সংঘর্ষে অতি
উত্থান-পতন মানিয়া স্থিতি ,
আদর্শে ভরে জীবন জ্যোতি ৷
অনুকূল গতি, জড়বৎ মতি !


(ইং-০৩-০৯-২০১৭)