কাঁপিয়ে ধরণী আর আশমান -
চে, বিচারে আনে ,ঝড়-তুফান !
ভাঙিয়া দৃঢ় শৃঙ্খলিত বন্ধন -
দাসত্বের মুক্তি ,সর্বহারা জন -
চায় গরিবতার আমূল পরিবর্তন ,
গড়ে উঠুক বিশ্ব, শূন্য শোষণ ৷


জীবনে ক্রান্তি, একমাত্র তাঁর ধ্যেয় ,
ছিল জ্ঞান, ধৈর্য, শৌর্য, অপরিমেয় ৷
যেন অপরাজয় চলমান ঘূর্ণবর্ত !
প্রচেষ্টা, সাম্রাজ্যবাদ ধ্বংস মাত্র ৷
রক্ত শোষকের উৎপাটিতে বিষদাঁত ,
দুঃখ টানে চে জীবনে অগাধ !
তৃতীয় বিশ্বে তোলে মহাআলোড়ন ,
পূঁজিবাদীর হয় নীদ হরণ ৷


বুকে হানে বজ্র, সবে মিলিয়া ,
সে সাম্রাজ্যবাদী ক্রূর, বোলিভিয়া ৷
চে শেষ বারে বলে যায় -
বিচার নহে সমাপ্ত হেথায় ,
অত্যচারে কত চে আসিবে বারবার -
সাম্যবাদী বিচার, অবিনশ্বর !


(ইং-১০-১০-২০১৭)
মহান ক্রান্তিবীর চে গুয়েভারার মৃত্যু দিবস -
(ইং-০৯-১০-১৯৬৭) স্থান- লা হিগুয়েভারা, বোলিভিয়া