খুঁজতে গেলেই ভাল মন্দ
দেখি সেথা হাজারো দ্বন্দ্ব ,
বাড়ে কেবলি, মনেতে সন্দ -
ঘ্রাণেও পেলাম, দু’টি গন্ধ !

বদ্ধ ধারণা, লভিলাম সবি -
ভাল মন্দে, পাটা এ পৃথিবী ।
পূজা পার্বণ, আস্থা মানা -
একই ঈশ ,আলাদা জানা -
একই প্রথা ,একই কথা ,
একে অপরের বাড়ায় ব্যথা !

একই খাবার ,তাও আবার -
একে অপরে করেনা আহার !
একই ঢঙেতে, বস্ত্র পরা -
একে অপরের বিরোধ কড়া !

একই ঔষধ, দেয়না অভয় -
সব রুগীর, রোগ নিরাময় ।
কারোর নেশা, মেটায় আশা -
কোরোর বা তাহা, সর্বনাশা !

ঘুষের টাকা, কারো ফলে -
কেউ বা ডোবে অথৈ জলে !
কত পিরিতে, গৃহ উজ্বালা -
করো বা বাড়ে, গাত্র জ্বালা !
কতোর সন্তান ,মিটায় আশ ,
আবার, তারাই কারণ সর্বনাশ !

একই মানুষ, নানা জাত -
কেউ বা সাধু ,কেউ ডাকাত ।
নেতা সে হয় ,জাতির পিতা ,
কারো দেখি , জেলে সেথা !

(ইং-১৪-১২-২০১৭)