মাঠে হরাভরা যতেক তৃণ-ঘাস -
গরমে জলাভাবে করে হাঁসফাস ,
ভীষণ কষ্ট, গ্রীষ্মের ক’টা মাস -
চর্ম ঢিলা, শুখিয়ে করে খসখস ৷
মাঠে গবাধি পশু তৃণের উপরে চরে
তারা আপসে কত গুস্তাকী করে ,
খুরে, মাড়াই করে, মাঠ যেন খরখরে-
তারা গোময় ফেলে তথায়, সু-অবসরে ৷
তৃণ হীন, ক্ষীণ, মলীন, ভরা কষ্ট -
মর্মে লেখা সুলেখা, জনম-অভীষ্ট !
সে সহিষ্ণু, ধীর, শান্ত, জ্বালায় অতিষ্ট -
সে বোঝে তার নিয়তি, পদতলে পিষ্ট !
তপ্ত রোদে ছায়া খোঁজে-
দাবদাহ সহে সে মুখ বুজে !
তবু নিত্য কাজ সে সারে মজে ,
তার কপালে নাই জল, অত সহজে ৷
তাসুড়ে তাস খেলে উপরে বসে
শিশুরা মাতে খেলায় ভালবেসে ,
বিকেলে, বৃদ্ধরা বসে চারি পাশে -
তৃণ-ঘাস সুখ পায়, এ সময় আভাসে ৷
কাটিয়ে দুঃখ জ্বালা শত-হতাশা -
ফুরফুরে বাতাসে কত যে ভরে আশা ৷
নষ্টের খজানা তার অজানা -
করে না সৃষ্টি দূষিত কারখানা ৷
শুধু আঁকড়ে ধরে, বাঁচানো মাটি -
একটা ছোট গুণ জানা, তার পরিপাটী ;
ঘাস, সে ভালবাসে জল মাটি বাতাস-
সে চায় মুক্ত আঙনে, ছাড়িতে নিঃশ্বাস ৷
(ইং-০৮-০৫-২০১৭)