অগ্রে উদয় না হয়,-আক্ষেপ !
দৃষ্টিতে রাখো, সুদৃঢ় পদক্ষেপ ৷
ধরিত্রীরে ভাব, নিজ- আপন ,
মানুষ মাত্রই, প্রিয় জন ৷


ছল-বল, ধারণ, সর্বনাশ !
প্রচুর পেয়েও, মেটে না আশ !
শান্তির চাহিদা, উত্তমাশা -
সবারে দানো, প্রেম-ভালোবাসা ৷


বিলাইলে পরে, ফেরত মেলে -
এ পবিত্র নিয়মে, যুগ চলে ৷
স্বার্থ ভাবনা, তুচ্ছ বিচার-
অহং বহন, কু- আচার ৷


সমতা, একতা, ভাইচারা-
সমাজকে করে হরা-ভরা ৷
সদা নফরতে সম্মুখ তরে ,
হীন ভাবনা হৃদয় জুড়ে -
মুক্ত দুয়ারে আকাল পড়ে ,
পবিত্র প্রাণ যায় গো সড়ে !


অমৃত-সুধা আছে যে জমা -
ভরা এ ধরা, স্বর্গ সুষমা !
ন্যায্য দাম দিলে সবারে ,
ঝর্না ধারায় করুণা ঝরে !


(ইং-০৩-০৮-২০১৭)
(হিন্দী শব্দ)  হরা-ভরা > সম্বৃদ্ধি , নফরৎ > ঘৃণা  ৷