তাঁরা সুখের পায়রা, ভরা সুখ ,
মাতিয়ে বেড়ায়, খুব আর খুব !
উপায় খোঁজে, লাভের পথ -
স্বার্থ ভাবনা , হৃদয়ে অগাধ ।


ঘুলিয়ে জল, ধরে মাছ -
চালনা করে, তাঁরাই সমাজ ।
নিঃস্বের বুকে, হানে বাজ !
জনতার পয়সায় ,করিয়া রাজ ।


চায় না করিতে ,কোন ক্রান্তি ,
সরকারী পাহারায়, পায় শান্তি ।
ফন্দি-ফিকির, বুদ্ধির বল -
তাঁর যে চলা, রাজার চাল !
পিপাসা-কাতর, জনতা ফেলে ,
স্নান সারে সে, গোলাপ জলে !


নিজ দেশ, ভাবে না আপন ,
বিভেদ টানায়, সে মহাজন ;
নিত্য আড়ম্বর, ঘটনা কত -
নিজেকে ঢালে, শৌখিন মত !


চেনে সে নেতা, উত্তম রাস্তা ,
সাত জনমের সারে ব্যবস্থা !


(ইং-০৪-১২-২০১৭)