নরকের যাতনা ব্যয় বাড়ে মেলা ,
এ সময় ইন্দ্রের হয় গাত্র জ্বালা !
আদেশে জানায়, ওহে বিজ্ঞ যম ,
শাস্তির খাতে, খর্চা করো- কম !
মস্তবড়ো খরচার দেখি দফতর -
পয়সা ! অভাব যোগাড় -যন্তর ।


অন্যায়ে শাস্তি অবশ্য তো পাবে !
কম খরচায় ব্যবস্থা দিতে হবে ।
যম, অহরহ চিন্তায় অতল -
যমালয় যায় বুঝি রসাতল !


অগত্যা যম পড়ে প্রভুর পায় -
চায় বিহিত, সমাধান ,উপায় ।
তৎক্ষণাৎ , শোনে দৈববাণী  ,
বেকার দিয়ে ভরো ধরণী !


সত্য ফলে দৈব আশীর্বাদ ,
যুবা কর্ম পাবে ? এ অপবাদ !
বেকারত্বে কি যে যাতনা ,
যমের ও নয়, সম্পূর্ণ জানা !
বিনা খরচে, যমের কাজ -
এই উপায়ে, করে রাজ ।


(ইং-০১-১২-২০১৭)