এ পৃথিবী এক খেলার ময়দান
আছে ভরে বিস্তর মুক্ত আঙন ,
শখের টানে অজানারে জানা -
সত্যটা যায় কার্যক্ষেত্রে চেনা ।


শখ শূন্য, ভোলা ভোলা মন -
ভাবলেশ হীন অচল জীবন ,
জড়-স্থাবর তার অনড় ঘর !
শখ বিনে কোথা বাঁচা সুন্দর ?


শখের আছে রঙিন পাখনা ,
চায় উড়িতে ,শূন্যে অজানা !
শখেতে তীব্র উঠিলে ঝড় -
জীবনযাত্রা হয় অসুখকর ।


আয়ত্তে ঊর্ধ্বগামী সে শখ -
পায়েতে মেলে জমির হক ,
পাহাড় পর্বত জয় করে -
শেষে শখ- এভারেষ্ট চড়ে ।


(ইং-০৮-০৬-২০১৮)