মূল্যবৃদ্ধি হানিকারক দুশমন -
মানে না নিষেধ বাধা বারণ ,
যাবটা কোথায়, জ্বালা মাথায় -
অর্ধেক মাসেই, মাহিনা ক্ষয় !
দাম বেড়েছে, দু’গুন পরিমাণ -
মাহিনা বাড়ে না, তার সমান ।


আগের মূল্যে ভরিত কৌটা -
এখন পুরো টাকায় ,আধাটা !
জাদু ! নিমেষে আধা ফাঁকা -
কে নিল এই কষ্টের টাকা ?


পেছনে যতো না- পা বাড়া -
বাঁচিতে কেবলি, খাই তাড়া !
অনেক আহার করেছি ত্যাগ -
শুখিয়ে পেট পিঠ হয়- এক ।


ডাকি তাঁরে, হে দয়াল প্রভু -
উপষে মরি ! দেখে যাও কভু ।
ডাকে হয় প্রভু, একদা সদয় -
বাণী দানেন পেতে নির্ভয় ।


-রুখে দাড়াও,-আর নয় ভাগা -
দলে-বলে হোক, সবে জাগা ,
লাঠিপেটা করো, মূল্যটারে -
না প্রবেশ পায় ,আঙন চত্তরে ।
ভাগিলে আরো ভয় দেখাবে !
প্রতিরোধ করো মিলে সবে ।


(ইং-১৯-১২-২০১৭)