মাতা পিতার চোখের তারা
পুত্রটি হবে বড়ো ,
হাঁড় খাটুনি খেটে বেড়ায়
অর্থ করিতে জড়ো ।


অভাবের সংসার দুঃখে ভরা
যা কিছু পায় হাতে ,
ছেলের পিছনে খরচা করে
পড়াতে থাকে মেতে ।

আশায় ঝলমল , পুত্রটি পাক  
ভরপুর উচ্চশিক্ষে ,
কঠোর চেষ্টায় ,সুযোগ দানে
যতো সম্ভব পক্ষে ।

শেষ বিঘে দুই, বেচিল সে ভূঁই
ছেলের মেধা দেখে,
পড়াতে পুত্র, জড়োতে পয়সার
বাবা করিল ভিক্ষে !


একদা ছেলেটি নিজেরে দেখাল
মস্তবড়ো সে বিদ্যান ,
চারিদিকে ভাসিল কতনা নামযশ
মা-বাবার বাড়িল মান !

সময়ে দেখা দিল সমস্ত দেশে
ভরা বেকারে বেকার !
মা বাবার সেই আদি কপালে
ভরে আরো হাহাকার !


(ইং-১৪-১১-২০১৭)