হিমালয়ের ’পর, গলিল তুষার ,
ধাবিল শীতলধারা, ত্যেজ তার !
গঙ্গায় পবিত্র জল, বহিল মেলা -
কাব্যে ভাসিল, মোর- সে ভেলা ।
শঙ্কিত মনেতে, কম্পিত বুকে ,
উতলায় চলা, প্রতি বাঁকে-বাঁকে ।


প্রিয় পাঠক, আমার চিরবিশ্বাসী ,
প্রেরণা দানে, আশাতীত- বেশী ।
এত ভাবিনি মনে, প্রেমে- আদর -
করিল তাঁরা, অকৃপণ সমাদর !


আমি সময়ে, এক ঝরা- পাতা !
তাঁরা দূর করে যত, মম ব্যথা ।
ভাবি নাই কালে, ক্ষণে, জনমে ,
দানিবে অত আশা, মোর করমে !


আমি স্তব্ধ মনে ! একা দাঁড়িয়ে ,
গভীর প্রেমসাগরে যাই হারিয়ে !
পাই, স্নেহ রূপী ,আনন্দ খনির ,
আমি সম্রাট যেন, মুক্ত ধরণীর !


শুধু একান্তে , ভাবি সারাদিন -
কি করে শোধাব এ প্রাপ্য ঋণ ?
আমি নিঃস্ব, নাই পাথেয় কড়ি -
মূঢ়, অকৃতজ্ঞসম, ভূতলে-পড়ি !
এ দীনতা, দোষে মোরে -সদা ,
ক্ষণে ভাবি জীবন ? শূন্য-বৃথা !


(ইং-০৬-০২-২০১৮)