শব্দ সংগ্রহে অক্ষম ,অপরিপাটি ,
অবহেলায় রচনা হয় বুঝি মাটি !
লেখারা অবাদ্ধ ,তারা এলোমেলো-
আসে ভাবনায় , সবই মসিকালো !
হয়তো ভাষা-ভাব-শৈলী, তারা ,
বহুরে দেয় না মনেতে সাড়া ৷


আমি লিখি সাধারণ জানা কথা -
মরমের স্পন্দন, করুণ ব্যথা ,
জগতে যার স্থান, তুচ্ছ, ম্লান-
সে তবু সবারে কাঁদায়নাকো প্রাণ !
আমি লিখি নিষিদ্ধ তার আলয় ,
যেখানে ওদের জন্ম ও লয় !
মলিনে ঘেরা এই সভ্য সমাজ -
মোরে ইন্ধন যোগায় তারাই আজ ৷


হন্যেতে শিশু আস্তাকুড় খোঁজে-
টুকরো, খিদের রুটি, সকাল সাঁঝে !
চরায় রাখাল গবাদিপশু, সর্বক্ষণ -
আমি লিখি তারে, করিয়া মনন ৷
আমি লিখি কীট-পতঙ্গ, পাখী -
ঝিঝিপোকা ,প্রজাপতি, জোনাকি ,
বাঁচিতে, প্রাণে পায় না অভয় ,
প্রদূষণে তারা বুঝি ক্ষয় হয় !


ঝঞ্ঝা-ঝড়ে, হাল ধরা ঐ পাটনী ,
লিখি, কর্তব্যে রত, তার কাহিনী ৷
আমি লিখি, নেতার ঘরের কথা ,
স্বভাবে, স্বার্থে, ভোগ যার প্রথা ;
অরাজক দেশ , চলিছে রসাতলে !
তারা বিরাজে তবু , রাজার হালে ৷


আমি লিখি অন্ধভক্তি, বিশ্বাস-আস্থা -
জীবন দিশেহারা, খাস্তা তার অবস্থা ,
মাতিছে চারিদিকে মন্দে, দ্বন্দ্বে ,
আজ ধারণে কঠিন ! শিরকে স্কন্ধে ৷


(ইং-১৪-১০-২০১৭)