ওগো প্রাণ প্রিয় মোহ, মায়া !
সুশীতল আশ্রয় তব ছায়া ৷
মহামায়া রূপে বিশ্বে অবতরণ
সদয়ে হৃদয়ে, দেখি আগমন ,
চালক, চালনায়, গতি অনুক্ষণ -
সঘন মনন, মায়াজালে ভ্রমন !


অদৃশ্য কলেবর, নীরব মতন ,
জীব হৃদয়-নীড়ে, স্থান ধারণ !
শূন্যে গড়ো, রম্য আট্টালিকা ,
আঁধারে জ্বালো, আশার দীপশিখা !
যোগাও সর্বভিতে চঞ্চল চলনে -
ক্ষণে-ক্ষণে কত হাস্য-ক্রন্দনে !
বাঁধো সসাগরা, ধনে-মানে-প্রাণে ,
সংসার মাঝে অদৃশ্য বন্ধনে !


জাগতিক যত উত্থান পতন -
সাজাও করিয়া মনের মতন ,
বিভেদ শূন্য, তব চিন্তন, মনন -
সমতার তুল, তোমার উদ্ভাবন ৷
ধ্বংস-গঠন, সমস্ত আলয়ে
বেষ্টিত তুমি বৃত্ত বলয়ে ৷


তোমাতে দেখি শান্ত মতি
কখনো হেরি ,দুর্বার গতি ;
যে বেশি টানে অতি বিশ্বাসে -
তারে বাঁধো অভেদ্য নাগপাশে !
কর্মে জড়িয়ে ভরাও আস্থা ,
বাঁচিতে জীবনে দাও ব্যবস্থা ৷
উপস্থিতি তোমা, ভবে, আপনত্ব ,
মরু হৃদয় হয় ,সজীব- জীবন্ত !


(ইং-২১-০৬-২০১৭)