সুরে কোকিল, মাতায় নিখিল -
সে জয় করে ,সবাব দিল ;
পাড়িয়া ডিম, কাকের বাসায়-
সহজে তার দায় নিভায় !
বাম মাছের বাস, ভরা কাদায়-
মোটে ধরায় না, কাদা সে গায় !
অনেক কুকুর সুখে ঘুমায়-
মালিকের লেপের তলায় !
যারা এসীতে জীবন কাটায়-
খোলা পেলে, ধরে যে ভয় !
যারা রূপের রানী হতে চায়-
দেখে কেবলি মুখটি আয়নায় !
ছোট-ছোট শিশুরা নির্ভয় ,
মায়ের কোলে যখন রয় ;
বিশ্বের তোলপাড়! সে বেখবর-
ঘুময়ে কাটায় সময়, অকাতর !
যারা, কম্পুটারে, লিখে কবি-
মধ্যবিত্ত হয়, প্রায় যে সবি ৷
নেতা যখন পথে  চলে ,
দু’দশ সেবাদাস, রাখে দলে ৷
ঐ ধূর্ত নেতার সুখের দিন-
যে দল ভাড়ায় !এক, দুই,তিন ৷
এরা কী জ্ঞান,বুদ্ধি,বল, হীন ?
না, ধনী ? বা শৌখিন ??
(ইং-২৬-১২-২০১৬)