থালায় থালায় রাখা , পাতলা ক্ষীর -
ঠোঁটে ওঠে না তাহা বক অভাগীর !
সুস্বাদু ক্ষীরের পায়না সে স্বাদ ,
সে যে লম্বা চঞ্চু-পক্ষীর জাত ৷


সংবিধানে আছে ,-প্রচুর অধিকার-
গরীবের কষ্ট, এটাই- সু-সমাচার !
বিচারে আছে, ন্যায়ের অধিকার-
ভাগ্যে মেলে না,  তা’ও,- সবার ৷


অজস্র সেবকে সমাজ যে পাটা  -
তবু সঙ্কটে ভরা, সারা দেশটা !
মনঃ অন্তকরণ নিবেশ যে কোথা ,
তবু হয় না ভাবোদয় শুভপ্রথা !


চলছে পথে, অঢেল যানবাহন -
সেথা, স্থানাভাব প্রচুর মতন ৷
সারা দেশ, খাদ্য ভাণ্ডারে ভরা ,
নাখেয়ে কতো যে, যাচ্ছে মারা !
ডাক্তার -বৈদ্য, পরিপাটী এ দেশ -
তবু রুগীর মেটে না ক্লেশ !
স্কুলের দরজা, খোলা প্রতিদিন -
পায় না শিক্ষা, দুঃখী-দীন !
কত যে উড়ায়, অর্থের ফুলঝুরি ,
সাথে অপচয় অর্থের বাড়াবাড়ি !


(ইং-১৯-১০-২০১৭)