বৃক্ষ, সবই ভূঁই ফোঁড় প্রজাতি
গড়ে, অটবী-অরণ্য ,
ধর্মে সবাই একই রূপে-মতি
খাদ্য, মাটি-জল-বায়ু-রোদ ;
চরিত্রে ধরা পড়ে তবু বিচিত্র বোধ ।
বীজ আলাদা -আলাদা
তবে, হাত-পা- নখ-দন্ত
অভাব বলে , থাকে শান্ত ,
শাখা প্রশাখায় শিকড়ে
চলে নীরব ঘনঘোর দ্বন্দ্ব ।

যুগ শ্রেষ্ঠ মানুষ -জীব
তার আপন আত্মরক্ষার
অস্ত্র করেছে আবিষ্কার ,
দু’দিনের জীবন, এ পৃথিবী মাঝে
কত দূষিত বীজ বুনে যায় ফাঁকে
দোষে ভরা বুদ্ধি, খাঁজে-খাঁজে ,
ছলনায় চরিত্র যদিও ঢাকে
তবু নিজের মরণ নিজে ডাকে ।

ভাবছ- এ এমন কিছু না
জাতির লাভে ঘটে ,
কিন্তু এ বীজ ফুলে ফেঁপে
আগে দুঃখের পাড়ার- বটে ।
সাধারণ মানুষ কত না তুষ্ট
ভাবে-, সুন্দর এ ধারা !
কিছু দিন সুখ ভোগে তারা ,
পর প্রজন্ম হয় অচিরে নষ্ট ।

(১৩-০৭-২০২২)