কথা ছিল, মহাভারতের পর-
কক্ষনো হবে না যুদ্ধ-ঝঞ্ঝা-ঝড়,
মানব লড়িবেনা সংগ্রাম, সমর -
চির শান্তি বিরাজিবে অপার ৷

বসুন্ধরা আজ সংঘাতে ভরা ,
পাটা, হিংসা-দ্বেষ অধুনা ধরা !
কৈ ? লড়াই-ঝগড়া থামে- না ,
বদলায় না কুৎসিত ভাবনা -
আরো জঘন্য ছলনা ধরে নানা ,
বিজ্ঞ মানব !তবু তার অজানা ৷

কত না নৃশংস যুদ্ধ, করে পার-
লড়ে, দু’দুটো বিশ্বযুদ্ধ আবার ,
এখনো পূর্তি নাই মনোবাঞ্ছার -
ময়দান ভরমার, অস্ত্র সম্ভার !

বাজিছে বেজায় রণভেরী বাদ্য-
নব-নব পায়তারা ভানে সদ্য ,
দেখেও শেখে না, বিভৎস যুদ্ধ !
কঠোর প্রাণ ,তবু হয় না স্তব্ধ ৷

চলে না শুধু জপিলে হরিবোল -
পাষাণ হৃদয় হয় না তরল ,
নিজের ভালো ও, বোঝে পাগল-
চাই, সমাজ মন্থন, উঠুক গরল !

পবিত্র জ্ঞান-গঙ্গায় করিয়া স্নান -
শেষ বারের মত গাহি গান ,
পূর্ণ করিতে ধরিত্রীর পুন্য স্থান-
ভরো,সচেতনায় নিজ-নিজ মান ৷

(ইং-০৮-০৬-২০১৭)