সত্যটা কি ভাবে, কে নেবে প্রাণে !
কটু সন্দেশ, সুধী, মানিবে জ্ঞানে ?
ভারত আজি, বিশ্ব সভায় বড়ো ,
সে শ্রেষ্ঠ !অস্ত্র ক্রয় আর জড়ো ।

অভাবে বাড়িছে, শিশু-মৃত্যু হার ,
নারী নির্যাতনে বড়ো যে আকার  !
ঋণের জ্বালা তার অকাল, কণ্ঠহার ,  
বরণে মরণ, কিষাণ চলে, ভবপার !

ডাণ্ডিমার্চ তাও পড়ে, আজি ক্ষীণ -
নামে রাস্তায় কিষাণ ! তারা যে দীন !
শিক্ষা, স্বাস্থ্য, চিকিত্সা দেখি-পতন -
গরীব অবহেলিত, অভাব ,অনটন ।

উৎপাদন কমে, সমস্ত কারখানার ,
জী,ডী,পী, হ্রাস, বাড়ে হাহাকার !
বেকারের জীবনে বাড়ে শুধু জ্বালা !
কর্ম নাই- শূন্য! তার সংখ্যা মেলা ।
দ্রব্যমূল্য বাড়ে, নহে নীচে কম -
চারিদিকে জয়-জয়, শুধু ধরম !

জয়-জয় ভারত, অস্ত্রের যোগাড় -
আরো আরো ক্রয়, পরিমাণে পাহাড় !!

(ইং-১৩-০৩-২০১৮)
*-“ভারত অস্ত্র ক্রয়ে বিশ্বে প্রথম স্থানে সে দেশ”.
“টি,ভি, তেজ নিউজ”- খবর সময় ৪টা ৩০ মিনিট তারিখ- ১৩-০৩-১৮ দিনে .
*-জী-ডী-পী রাষ্ট্রীয় বিকাশ দর
*-৪৫-হাজার কিষাণ ১৮০-কিমি পথ পেরিয়ে নাসিক থেকে মুম্বাই মার্চকরে ,
ইং-১২-০৩-১৮-অখিল ভারতীয় কিষাণ সভা ব্যাণার তলে . (খবর “পত্রিকা” নিউজ পেপার . ইং-১৩-০৩-১৮)