জ্ঞানই পরম উপশম ও নিস্তার-
আদর্শ উপায়, বাঁচা আর বাড়ার ;
অহরহ জ্ঞানসাগরে তাই ডুব সাঁতার ,
অসীম অপার, এই ঝঞ্ঝাঝড় পারাবার !
সাধ্যাতীত ক্ষমতায় দূর করা পার ,
তবু পাড়ি জমাই করিতে সাকার ।
কোনকালে মিলনে অনুকূল পরিবেশ -
মগজে জ্ঞানেতে শান দেই অশেষ ,
জংপড়া ! ধরে না ধার, দিলেও বহুবার-
প্রকৃত কর্মে ব্যাঘাত আসে বারবার ৷
কখনো রূপ পায়, কিম্ভূতকিমেকার ;
প্রয়াস, হতযশ ! নিষ্ফলা বেকার !
মেঘাড়ম্বরে, অম্বরে, বিদ্যুৎ চমকায়-
মনে হয় তারা কিছু দানিবে নিশ্চয় !
হয় তো চির আকাঙ্ক্ষিত অভয় -
তাই ভাগ্যাকাশে আজি তারা সদয় !
যদিও উজ্জ্বল সে ত্যেজ আলো -
মগজে ভরিল না ! ভরপুর ভালো ;
তবু ভাবি আলো, একঝলক এলো -
পথের পাথেয় সম মর্মে অবতরিল !
যখন সময়ে প্রকৃত করণীয় উদয় হল -
গতির প্রতিটি মোড়পথে, আঘাত খেল ;
দেখি, ছড়ানো জ্ঞানালো, আগোছালো ৷
শেষে এলোতো জ্ঞানালো , এলোমেলো !
(ইং-০৫-০৫-২০১৭)