দাঁড়িয়ে, অসীম অপার জ্ঞানসাগর তীরে ,
হেরি, বিস্ফারিত নেত্রে- সম্মুখে তারে !
একই প্রশ্ন সদা জিজ্ঞাসি, বারে-বারে -
কেন এত সংশয় ? জ্ঞানাবক্ষয় এ সংসারে !
জ্ঞান ! সেতো আজ অত্যুচ্চ- উর্ধ্বে-তুঙ্গে ,
কেন গাঢ় কালিমা ! জড়িত তার অঙ্গে ?


বিবেক-বুদ্ধি জর্জরিত, আঘাতে পাষাণ -
স্থূল-জড়বৎ সে জ্ঞান, যেন প্রবাহমান ৷
মতি যদিও তার শ্রেষ্ঠ -সুন্দর নিপুন-
স্তিমিত জ্ঞান অপারক, দানিতে শকুন ৷
কেন সে জ্ঞান ? প্রতিনিয়ত মোহ্যমান ,
কেন ভীত-সন্ত্রস্ত ভঙ্গুর সে, খান-খান ?


যে কিনা সুদিনের চির অতন্দ্র প্রহরী ,
জ্ঞান আজ সংঘর্ষে, কেন গেছে হারি ?
আপদে সদাসম্বল, সহায়ক যে তারা ,
অপ্রজ্জ্বলিত জ্ঞান ! স্তিমিত, দিশাহারা ?
যেন চেতনারে উত্তরণে, অকাবিল সজাগ ,
কোথায় জড়োতা ?  জ্ঞানে, হীনত্যাগ !


তবু দু’বাহু প্রসারি, একান্ত মনে স্মরি -
হে মহান জ্ঞান ! পার লাগাও মম তরি ৷
ধারণে তোমারে বুকে, সততঃ যে নির্ভর ,
পাড়ি জমাই- ত্যেজধার, বিপদ খর-তর !  
সময়ে সহযোগী, পরম বন্ধু- যে তুমি -
তোমায় সযতনে মনে-প্রাণে নমিঃ ৷


(ইং-১৩-০৮-২০১৭)
শকুন > শান্তি ( হিন্দী শব্দ) ।