দেশের ভিত-কাঠামো গড়ে মজদুর শ্রম
১লা মে সভ্যতার তারই জাগ্রত নিদর্শন
তাকে নিয়ে রাজনীতি- কত অশোভন ;
দেশকালে দিকে দিকে অশ্রদ্ধধান
খণ্ড-প্রখণ্ড হয় আজ ১লা মের মান ।


রাজনৈতিক পেশায়- বিচার অংগ
নানা শাখায় বিভক্ত মজদুর সংঘ ;
খর্ব করে আস্থা, ১লা মে’র নাম -
যদি হয় মজদুর মুক্ত ও স্বাধীন !
বাড়বে পীড়া, অনিষ্ট হবে ধরাধাম ।


আরো জাগলে শ্রমিক---
শোষণের চাকা যাবে থেমে
প্রচুর অনৈতিক আয় যাবে কমে ,
মজদুর ও তার উত্থানের ইতিহাস -
অহরহ ওরা করতে চায় সর্বনাশ !
শত বছরের আইনকে বলে মূল্য হীন -
মজদুর বুঝছে না ! সামনে দুর্দিন ।


(০১-০৫-২০২৪)
অশ্রদ্ধধান > বীতশ্রদ্ধ, শ্রদ্ধাহীন ।
১ল মে দিবসে সকল পাঠক লেখক বন্ধুদের হার্দিক শুভকামনা ,শুভেচ্ছা জানাই ।