ব্যাধি ধরা মন
দুর্ভোগ- জনম জনম
ডালপালা মেলে
বিস্তার তার শত যোজন
হাতুড়ি মেরেও বশে না
আরো আরো ভ্রমে ভরা ভাবনা ,
সে-ই কবে কি শোনা
সর্বদা তা-ই দেয় মনে হানা
পরিবর্তন চায় না মন
এ নিয়ে করি না সমীক্ষা-চিন্তন ।

স্মার্ট মোবাইল ফোন কাছে
তবু বিচারে, হাজার বর্ষ পিছে ,
কথা বলি গর্বে বিজ্ঞান- বলে
পরক্ষনেই ভুলে- ডুবি জলে
গড্ডালিকা প্রবাহে হাবুডুবু অতলে ।
মন যে কি চায় ?
বোঝা বড়ো দায় ,
নিজেরে নিজে ঠকা
সব লম্পঝম্প, বোকা বোকা !

(৩০-০৬-২০২২)