দেশে কিছুর কমতি নাই
দিল দরিয়া রাজার ,
প্রজারা একটু অবুঝ মতির
অপকথা বলে হাজার ।

সরকারী খাজানা ব্যাপক বৃদ্ধি
করের হারটি চড়া ,
তাতেই বা কি আসা যায় -
ভাষণে তিনি যে সেরা ।

মূল্য বৃদ্ধি হোক না অমাপা
একটু নয় কম খাবে ,
কিছু দিন পরে বুকের পাঁজর ,
সহজে গোনা যাবে ।

তাতেও গরীব মহা সুখে
ধর্ম কথা শুনে ,
বারবার তারে সাবধান করা
দোষ ধরো না মনে ।

চরম উন্নতি বাজাটে দেখায়  
শ্বশানের কাষ্ঠ তা’ সস্তায় ,
এর মত আর সুখ কোথায় ?
মুখে হরিবোল মুক্তি তায় ।

(২৬-০৮-২০২২)