শান্তির তরে বসবাস আশ্রম
সাধুর মন সদা পালনে ধরম ৷
এক মুমূর্ষুকে বনে কুড়িয়ে পায় ,
সাধু তাকে বাঁচায়, শুশ্রূষায় ৷

আরগ্যে, দস্যুটি হয় সাবালক ,
সাধুর কপালে ঘনায় দুর্ভোগ !
সাধুকে নির্মম হত্যা করে -
খল বসে ,আশ্রম জুড়ে ;
গায়ে ওড়ে, স্বেত বস্ত্র -
বগলে রাখে ধারল অস্ত্র !
ঢং, শুধু দেখানো ধর্ম ,
তার ধান্দা, কুৎসিত অপকর্ম ৷

নিত্য নব বুলি আওড়ায় -
সতে, কুপথে কেবলি ভড়কায় ৷
জিদ্ ধরে, শ্রেষ্ঠ বিচার তার -
সবে মান, মম আচার ,
সহজ মুক্তি ! পাবে সুফল -
পুরিবে মনস্কামনা সম্পূর্ণ সকল ৷

সেই মত চলে, বহুদিন ,
একদা হয় তার খোঁজবিন ৷
সে ধরা পড়েনা অপকর্মে -
পায়না ভয় এতটুকু মর্মে ,
কারণ সাক্ষী যে নাই !
অজানা !করেছে কে জবাই ?

আছে, অমর সাক্ষী, মহাকাল !
সে জানে সব চক্রান্ত- ছল ,
আগে আরো বলে ইতিহাস -
লুটেরা অদূরে হবে নাশ !
বর্তমান ভোগের মোহে আবিষ্ট ,
আছে প্রমান, তারা হবে নষ্ট !!

(ইং-১২-০৬-২০১৭)