জনমাঝে গর্বিত কাজ, মাতব্বরি
ক্ষমতায় ঝলমল, বলি, বলিহারি,
ন্যায়ে, দাড়ি পাল্লার একটা দিক -
ঝুকিয়ে নেয় নিজ অংশটা ঠিক ।
যেন এটাই ধর্ম, যুগযুগ ধরে,
ফল খায়, ছলে, গায়ের জোরে ।


যদি করা ভাগটি, সমান সমান -
খর্ব হয় মাতব্বারির আসল মান !
তা’ হ’লে, মনের ঘরে উসখুস
সব ভেস্তে যেয়ে , অনিষ্ট-তুষ !
তাই, বড়ো ভাগটা-সদা কেড়ে -
করো মাতব্বারি, সমাজে তেড়ে ।


লাভগত কাজে বাড়াও গরজ
সমাজে প্রতিষ্ঠা মিলিবে সহজ !
এ ধারা চলছে ,আগেও চলে ,
ছল জেনেও তোমা নেবে তুলে ।


(ইং-২২-০৫-২০১৮)