ব্যাগ্র, জ্ঞানাতুর এক খোঁজীমন ,
ভ্রমে ,পাহাড়-পর্বত,বন-উপবন ;
একদা সৌম্যরূপ সাধুর পায় দর্শন ,
সাধু, যুবককে করে নেয় আপন ৷
পায়ে ধরে যুবক মিনতি করে
হে প্রভু ,পরম জ্ঞান দাও মোরে ,
সর্বন্যাস্ত চিরতরে জীবন ভরে
সে সদা বিরাজিবে তাঁর চরণে পড়ে ৷


ভিখারী সাজে, সাধুর আদেশে ,
প্রভাতে, সাঁঝে ,দৈন্য বেশে ,
যুবক ফেরে, দ্বারে-দ্বারে ৷
কেউ দেয় কাঁড়া আকাঁড়া ,
কেউ দেখায় ! ঝাঁটা, মুড়া ,
অনেকে আদরে জল দেয় -
কেহ বা কু-কথায় মুখ ঝামটায় !


ভিক্ষা পাক আর না পাক -
যুবক পায় শিক্ষা, হয়ে অবাক !
এভাবে দিন, মাস, বছর-
ভিক্ষা মাঁগে সমানে লাগাতর !
একদিন নামিয়ে ভিক্ষার ঝুলি -
বিনয়ে সাধুর সম্মুখে নয়ন মেলি ,
কহে, চাই অনুমতি, করিতে গমন -
এবার প্রস্থানিব গৃহে, মম স্থির মন ৷


সবিনয়ে সাধু বলেন, হে বৎস !
আজি দিব তব মহাজ্ঞান, অবশ্য ৷
নয় ! নয় ! নয় ! গুরু আর নয় ?
আমার পূর্ণ হয়েছে সর্বসংশয় ৷
এতদিনে শিখেছি বিচার, দ্বারে-দ্বারে ,
নানান জ্ঞানে, মম মন, গেছে ভরে !!


(ইং-২৪-০৫-২০১৭)