এলে উৎসব পূজো-পার্বণ
খুব করে মাতে লোকজন
এ যে আনন্দ ধারা মেলা
এ নিয়মের হবে না হেলা ।

শব্দবাজি ফাটানো শক্ত মানা
এ কথা কেউ কানে শোনে না !
উঁচ্ছ শব্দে গান
মাইকে ধর্ম কথা প্রবচন
বহু বছরের শিক্ষা সংস্কার
ভোলে না জন-সাধারণ ।

সুসভ্য দেশে প্রাবধান
নিজ এক্তিয়ারে রাখ ধ্যান ,
প্রসার কাজে সীমাবদ্ধ শব্দ
যাতে কোন প্রকার
বাতাবরণ না হয় অশুদ্ধ ।

(৩০-০৮-২০২২)