দিন শেষ, সাঙ্গ করি মুটেগিরি
এবার যাবে শ্রমিক তার বাড়ি ,
ঘরে অসুখ ,একমাত্র কন্যার -
ঔষধ-পথ্য, খুবই দরকার তার !
সে, করজোড়ে, বাবুর দুয়ারে -
নত শিরে ,বিনয় সহকারে ,
প্রাপ্য পারিশ্রমিক চায় মুটে -
তৎক্ষণাৎ , বাবু যান চটে !
কেবল একদিন করেছো কাজ ,
কিছুই মিলিবেনা মূল্য আজ !
দিব না, হাত-পা ধরিলেও শত !
কাল যদি নাআস, সময় মত ?
গচ্ছিত থাক , আজকের মজুরী ,
ইহাতে ভালা বেশী , তোমারি ।
তোরা অবাধ্য কামচোর, বজ্জাৎ -
মালিকের মনে দিস আঘাত !
আর নেই কোন, আমার বিশ্বাস ,
কাল যদি করিস মোরে হতাশ ?
এক কাজ, খালি হাতে যা ঘর !
তোদের এমনিতেই সারে জ্বর ,
অতি সকালে ,আসবি কাজে -
পয়সা পাবি কাল ,ঠিক সাঁঝে ।
(ই-১০-১২-২০১৭)