অগোনা অজানা জীবে ভরা
এই গ্রহ পৃথিবী ’পরে ,
কতনা রকমে বাঁচিছে তারা
অনন্ত যুগ-কাল ধরে ।


মুখ্য চমৎকার কপির জগতে,
আগের পাদু’টি হয় মুক্ত ;
পেয়ে দু’টি হাত, খুশী অগাধ-
অস্ত্র পেল সে উপযুক্ত !


দ্বিতীয়, সোপান জীবনে উন্নতি
জানিল, বীজ, চাষ ;
ভূমিতে চাষাবাদ ফসল ফলে-
পেল তাহারি আভাস ।


তৃতীয় সোপানে, উপনিত হয়
করিয়া ফ্রান্স ক্রান্তি ,
জনতা হতে পারে, দেশের রাজা ;
ভাঙিল, প্রাচীন ভ্রান্তি !


রুশ ক্রান্তিতে সেথা সর্বহারার রাজ ,
মজদুর কিষাণ করে ;
চতুর্থ সোপানে দেখিল সসাগরা -
দু’চোখে বিশ্ব ভরে !


এক কেন্দ্রিক শাসনকেন্দ্র, রাষ্ট্রসংঘ ;
ভবেতে হবে উদয় ,
আসিতে বাধ্য সে আকাঙ্ক্ষিত সুদিন ,
সাধ্যতে নরে অপরাজয় !


(ইং-১০-১১-২০১৭)
বিশ্বে মানব চার মহত্ত্বপূর্ণ অবস্থান পার করেছে ১- দুটি হাতের যখন উপযোগিতা শিখিল । ২-যখন বীজ আবিষ্কার করল । ৩-রাজার বংশে রাজা হওয়ার প্রথা ভাঙল । ৪-রুশে সর্বহারার সমাজবাদ রাজ কায়েম । ৫-আগে পুরো পৃথিবীতে এক শাসক, এক কেন্দ্রীক রাজ, সাম্যবাদ এক দিন আসবে ।
কপি > বানর ।
দুটিপা মুক্ত > সর্বপ্রথম সকলে চারপায়ে চলিত ।
কালক্রমে হাতের রূপ নিয়ে বিপ্লব এল ।
ফ্রান্স ক্রান্তি > সময় ১৭৮৯-১৭৯৯ ,
রুশ বিপ্লব > ৭ নবেম্বর ১৯১৭ ,
রাষ্ট্রসংঘ স্থাপনা > ১৯৪৫ ,