স্মৃতি-মেধা, বিচারধারী, সে মানুষ  
বিশ্ব ধারায় বহে নিয়ে, শুভ,কলুষ ,
ভালবাসা, রাগ-বিদ্বেষ , হিতাহিত -
অন্তরাত্মায় বিবেক, দৃঢ় যেন ভিত ৷

সুরুর মূল চৈতন্যে , বাস্তবে বিবেক -
নয় সে বসিভূত, যে কোন আবেগ !
হৃদে জাগায় স্পন্দন ,ভাল বা মন্দ -
সঙ্কটে সত্যের দ্বার, করেনা সে বন্দ ৷


সত্যকার চেতনা দানে সে বিবেক ,
করে সুপথে চালিত , অনেক-অনেক !
তাকে মানা, না মানা, নিজ ব্যক্তিসত্তা -
বিবেক টনক নাড়ায়, দানে শুভ বার্তা !


এহেন বিবেক,সে সময়ে পরমবন্ধু -
উত্থানে মানবতায়, সে যে, চরমবিন্দু ,
তবে ? সাবধান করিতে, দংশে সবার -
কর্ম যদি অপকর্মে, না ফেরা তার !
মনুষ্য সঙ্গ বিবেক, সদা বিদ্যমান ,
সে দেয় সাড়া ক্ষণে, মান-অপমান ৷


(ইং-১৩-১০-২০১৭)