বিবেক কখনো দেয়না ফাঁকি
সংযমী কর্ম বিবেকে দেখি ,
যে যেমনে, জীবনে চলে -
বিবেক সততার আদর্শ মূলে ৷


হ’লে আচরণ ক্ষণ ভঙ্গুর
বিবেক জাগে সতেজে প্রচুর !
কখনো কুপথে যদি হয় বাড়া -
সময়ে বিবেক দেবেই সাড়া !


এহেন বিবেক যদি না মানা ,
পদে-পদে বিপদ ডাকাটা নানা ৷
পশ্চাত্তাপ অবধারিত, ভরে হীনতা ,
পেয়েও মনুষ্য জীবন, হয় যে বৃথা !


বিবেক দংশনে, জর্জরিত মন ,
অপতে অনুশোচনা আসে অনুক্ষণ ৷
পরম সাথী-বন্ধু-সুহৃদ্, সে বিবেক -
সবারে যোগায় যোগ্য আবেগ ৷


(ইং-০৪-০৯-২০১৭)