পড়শীর তার অন্তিম কালে ,
রেখে যায় লায়ক দু’ছেলে;
উপদেশে ওদের বাবা বলে
শেষ বারের মত যাব চলে ,
পড়শীকে ভেব সৎ ও বড়ো
তোমরা জীবনে যাই বা করো ৷
বিপদে ওদের পাশে থেক
আমার শেষ কথাটা রেখ !


কত বার বলে ওরা খেতে
সময় পাইনি তাঁর আতিথ্যে ;
আত্মার শান্তিতে বলে যাই
তরিৎ সেখানে খেয়, দু’ভাই ৷


বাবার ঋণ শোধাবার তরে
ছেলে দু’জন তাই করে ,
তারা যায় পড়শীর ঘরে
বলে আবদারে, সবুরে ;
আজ দু’ভাই, এখানে খাব ,
চির কৃতজ্ঞ রব, তব !
বাবার আত্মার শেষ গতি-
সহজ হবে, তার মুক্তি ।


পড়শী জানে ওদের আচরণ ,
তৎক্ষণাৎ -করে বারণ ৷
ছেলেরা শুধায়, কেন ?
পিতৃবাক্য হয় যে অমান্য !


পড়শী আদরে বলে,
চরিত্র নির্মাণ হালে ,
ব্যবহারে প্রতিত, সর্বকালে -
সেই মত সংসার চলে ;
আমি জানি ও মানি ,
বলার সাথে, খাবে তক্ষনি !
জানি, তোমার বাবা খাবে না-
যতবার বলি, করে সে মানা ,
আগে, বাবার মত হও-
কতনা আদর , সেথা পাও !


(ইং-০৪ ০৪ ২০১৬-)