স্বর্ণ আংটি, যদিও সে, বাঁকা ,
কিছু অশোভনীয় নয় ;
তৈরী, দিয়ে নিরেট সোনা -
চমকে ভরা রয় !


মনুষ্য বেলায়, ঘটে বটে-
নিয়মটি পরিপাটী ,
বিজ্ঞ বোঝে, ভেদাভেদ ;
আসল-নকল খাঁটী ।


সুঠাম নরের , রং-রূপ ,
গাত্র বর্ণ আভায় -
কদকাঠির মাপেতে নানা ,
ছোট বড়ো তথায় ।
রূপে ভরা, হলেও চেহারা-
নয় সচরাচর মান্য ,
দেশের কাজে দিলে প্রমান-
সে মানব হয় বরেণ্য ।


কঠোর নিয়ম-নিষ্ঠা মেনে ,
ডাকাত সে তো নামকরা -
তবু তারে মান্য করে না ;
কোন কালে, সসাগরা ।


নিয়ম-কানুন সবই থাক ,
সহজ হোক জীবন-
তার মাঝে -শুভ চিন্তা ,
সততায় থাক লগন ।


(ইং-০২-১২-২০১৭)
হিন্দী শব্দ, লগন > প্রচেষ্টা , নিষ্ঠা ।