ভয়ংকর হিংস্র, শার্দূল, নখ-দাঁত !
দিগন্ত প্রসারিত তার কালো হাত ।
স্বার্থ- ধর্ম পালনে তারা অদম্য ,
প্রলয়-ধ্বংস-ক্ষয় ! তার কাম্য ।


দেখাও যদি দয়া, উদার যতো ,
সে অক্টোপাস, বাঁধিবে ততো ।
তারা বধে নিরীহ ! ইচ্ছে মতো ,
বিরাজে ধরায়, হাজারে শত !
অকারণে বাড়ে, ঝাড়ে-ঝাড়ে -
অসীম ব্যাপক ,ক্ষেত-খামারে ।


কাঁদ,-করো প্রার্থনা, মন ভরে -
মেলে না পার ! বিপদ নিস্তারে ।
গুমরে মরো চাপা, হা-হুতাশ -
ভালে অমিল ! বিশুদ্ধ বাতাস ।


নিজস্বার্থ ধারায়, প্রবল,- সচল -
অন্যায় হানায়, দৃশ্যে- ভয়াল !
নিরীহ প্রাণ, সে পোরে উদরে ,
তবেই সময়ে তার, ক্ষুধা মরে !
খাওয়া নয় ! মাত্র ,এক দু’টো -
চাই, প্রতি গ্রাসে, মুঠো-মুঠো !
সাধ্য থাকিলে, চেষ্টায় রক্ষা ,
পাবে না ত্রাণে, প্রাণ ভিক্ষা !


(ইং-০৮-১২-২০১৭)