আজি হতাশ ভাবান্ত,          আমি যে রণ-ক্লান্ত ;
                 জ্বালায়- বুনোপশুর দল !
ধ্বংস ওদের চল ,                  যেন বাঁধ ভাঙা জল ;        
                ওরা ক্ষতিতে প্রবল !


পাকা ধান লোপাট,            খেয়ে ফাঁকা করে মাঠ ;
                হাঁপিয়ে ওঠে মম মন ৷
তারা শক্তিধর মেলা ,          করে সদলে হামলা ;              
                নিঃস্ব করে ফসল রতন ৷


সুশোভিত পুষ্প কানন ,        ক্ষত-বিক্ষত আঙন ;
                 নিঃশেষ পশু দলনে ৷
সব ভ্রমর, মৌমাছি ,            তারা ক্ষমা যাচি-যাচি ;
               পায়না ত্রাণ আর প্রাণে !


সাঁঝেতে উঠান ক্ষেতে ,        নৃত্যে মাতে প্রেতে !
                ভ্রূকুটি দেখি যে মেলা ;
তারা পিপাসাতে ,                রুধির চায় পানেতে !
               নিষ্ঠুর তাদের যে খেলা !


আমার চলার পথে ,            রেখেছে কণ্টকে গেঁথে -
               অজানা ভয়েতে হই সারা !
শয়নে শঙ্কিত স্বপনে ,          আতঙ্ক ভরা মনে ;
                আমি বদ্ধ যে অন্ধকারা ৷


মুক্তিতে করিলে চেষ্টা ,        অসহ্য আকণ্ঠ তেষ্টা ;
                শেষ আর যায় না পারা !
ভবের এমনি খেলা,              জীবন নিষ্ফলা মেলা,
              বাঁচার পথ যেন দিশেহারা ৷


কারা, প্রচণ্ড জোরে,              টুটি টিপে ধরে ,
               ওষ্ঠাগত যে মোর প্রাণ !
করেনা দয়া - ক্ষমা,              তারা ক্রূর, যমসমা ;
                নেই রক্ষা, নাহি ত্রাণ !


(ইং-১৮-০৮-২০১৭)