শালগাছের খোড়লে বাস
             দুটি, টিয়া পাখির ছানা ,
গর্তের এপাশ ওপাশ
             করিত সদা আনাগোনা ৷
মা-পাখি, রোজ কতবার
              দিতে হ’ত তার ফেরি ,
ঠোঁটে ধরে ছানার আহার
       হত না বাসায়, ফিরিতে দেরি ৷

একদা মাকে ছানা শুধায় ,
              কত বড়ো এ বন ?
মা শুধু এটুকু জানায় ,
              জানি না, এর আয়তন !
ডানা ওঠেনি তোদের আবার
              উড়িতে পারনা ভালো ;
বড়ো হয়ে,-দেখ আরপার
               সেথায়, কত যে ভরা আলো !

তবু মাকে বলে ছোট্ট ছানা ,
               মোদের অবস্থান ও অনুভবে
সবচেয়ে বড়ো এই ঘর খানা !
               দেখে আসছি যবে ৷
মা বলে, এমটা ভাবা বৃথা -
                বন যে আরো বড়ো !
ছানা বলে, মিছে কথা -
               এখন এসব ছাড় ৷

(ইং-১৮-০৪-২০১৭)